হোম > সারা দেশ > যশোর

ভারতে সয়াবিন তেল পাচারের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে সয়াবিন তেল পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বেনাপোল এনএসআইয়ের সহকারী পরিচালক ফরহাদ বলেন, ‘আমাদের কাছে গোপন খবর আসে, পাচারকারীরা ভারতে তেল পাচারের উদ্দেশে সীমান্তের সততা স্টোরে মজুত করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে জানানো হয়। এরপর তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সততা স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া পরবর্তীতে ভারতে তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, দেশে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারের বিভিন্ন স্টোরে মূল্য তালিকাসহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধি রোধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।

এদিকে বর্তমানে দেশে প্রতিকেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অপরদিকে ভারতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ রুপি, যা বাংলা টাকায় ২১৫ টাকা। প্রতিকেজি সয়াবিন তেল বাংলাদেশের চাইতে ভারতে ১৫ টাকা বেশি। এতে এক শ্রেণির মুনাফা লোভী ব্যবসায়ীরা ভারতে সয়াবিন তেল পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা