যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আজ মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের ঘিবা থেকে এ অস্ত্রের চালান টি উদ্ধার করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, তাঁদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে আগ্নেয়াস্ত্রের পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করে। একপর্যায়ে সীমান্ত অতিক্রমের সময় সন্দেহ ভাজন এক যুবককে ধাওয়া করা হয়। এ সময় সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।