হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশি পাসপোর্ট পাচারকালে বেনাপোলে ভারতীয় নাগরিক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট পাচারকালে আজগার আলী নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গতকাল সোমবার রাত ১০টার দিকে তাঁকে আটক দেখিয়ে বাংলাদেশি ছয়টি পাসপোর্টসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়। 

জানা গেছে, আটক আজগর আলী ভারতের ২৪ পরগনা জেলার খিদিরপুর ফেন্সি মার্কেট এলাকার বাসিন্দা। 

এ বিষয়ে বেনাপোল এনএসআইয়ের উপপরিচালক ফরহাদ হোসেন বলেন, 'এনএসআইয়ের কাছে গোপন সংবাদ ছিল আটক ওই ব্যক্তি বাংলাদেশের কয়েকজনের পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করবে।' 

ভারতীয় নাগরিক আজগর আলীকে বেনাপোল ইমিগ্রেশন প্রবেশের মুখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর কাছে বাংলাদেশি ছয়টি পাসপোর্ট আছে বলে জানান তিনি। আজগর আলীর সঙ্গে তাঁর শাশুড়ি আফরোজা বেগমসহ আরও চারজন ভারতীয় নাগরিক ছিলেন। এক সপ্তাহ আগে ইমিগ্রেশনের প্রবেশমুখে এই আফরোজার কাছ থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দারা ১৮ গ্রাম স্বর্ণবার উদ্ধার করেছিল। 

আটক আজগর আলী জানান, তাঁকে একজন বেঙ্গালুরুর ঠিকানা দিয়ে পাসপোর্টগুলো দিয়েছে ভারতে নিয়ে কুরিয়ার করতে। 

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, 'একজনের পাসপোর্ট অন্য একজন বহন করা অপরাধ। আর ভারতীয় নাগরিক তা বহন করে নিয়ে যাচ্ছিল। আজগর হোসেন নামে ভারতীয় ওই নাগরিককে বেনাপোল থানায় পাসপোর্টসহ হস্তান্তর করা হয়েছে বলে জানতে পেরেছি।'     

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি