হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার মিলবাজারে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত প্রাইভেট কারের চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার  (৬০) ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। আহত প্রাইভেট কারের চালক রফিকুল ইসলাম সজীব খুলনার ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দা।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে সয়াবিন তেলের কনটেইনার বোঝাই একটি ট্রাক নিয়ে খুলনায় যাচ্ছিলেন ট্রাকচালক সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর এলাকার বাসিন্দা সেলিম। মিলবাজার এলাকায় বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছে ট্রাকচালক হঠাৎ ডান পাশে ঘুরিয়ে দেন ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। পালিয়ে যান ট্রাকচালক সেলিম।

ওসি বলেন, প্রাইভেট কারে  থাকা অসীম কুমার ও ছবি বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আর হাত-পা ভেঙে গুরুতর আহত হন চালক রফিকুল ইসলাম সজীব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ও ছবি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আরও জানান, ভারতীয় নাগরিকদের পাসপোর্ট উদ্ধার করে পরিচয় জানা গেলেও তাঁরা বাংলাদেশে কী জন্য এসেছিলেন, তা জানা এখনো সম্ভব হয়নি।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার