কুষ্টিয়ার দৌলতপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহাম্মেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৩ জন আহত হয়। নিহত রাসেল দৌলতপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার ঝাউদিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
আহতরা হল, রাসেলের বন্ধু শিশির ও সবুজ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে দৌলতপুরের দিকে আসছিল রাসেল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাসেল মারা যায়। আহত হয় রাসেলের দুই বন্ধুসহ তিনজন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।