হোম > সারা দেশ > খুলনা

৫ দিন পর নিখোঁজ ভ্যানচালকের মরদেহ মিলল খানজাহানের দিঘিতে

বাগেরহাট প্রতিনিধি

নিখোঁজের পাঁচ দিন পর বাগেরহাটের খানজাহান (র.)-এর মাজারের দিঘি থেকে প্রহ্লাদ কুমার দাস ওরফে ভোলা (৪৫) নামের এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধারের এই ঘটনা ঘটে।

মরদেহের শরীরের সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছেন বলে আজকের পত্রিকাকে জানান বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

পরিবারের লোকজন জানান, প্রহ্লাদ কুমার দাস ওরফে ভোলা জেলার কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। তিনি ভ্যান চালাতেন। গত ৩০ নভেম্বর দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। এ নিয়ে ১ ডিসেম্বর রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী দিপিতা রানী দাস।

এদিকে মরদেহ উদ্ধারের খবরে দিঘির পূর্বপাড়ে উৎসুক মানুষ ভিড় জমান। দিঘির পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার জুথি বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে থালা-বাসন ধোয়ার জন্য দিঘির ঘাটে যাই। তখন একটি মরদেহ ভাসতে দেখি। পরে সবাইকে জানাই।’

ওসি আজিজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।’

ওসি আরও বলেন, ‘নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসেছেন। শরীরের কাপড় দেখে তাঁকে শনাক্ত করেছেন তাঁরা। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার