হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী মাসুমা খাতুন (১৮) আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি আবুল কালাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। 

আবুল কালাম চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া গোরস্থান এলাকার মোবারক হোসেনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া মাদ্রাসাছাত্রী মাসুমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রেলবাজার আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই আবুল কালামকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

এজাহারে বলা হয়, বিবাহিত হয়েও কালাম বেশ কিছুদিন ধরে মাসুমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। এই প্রস্তাবে রাজি ছিল না মাসুমার পরিবার। পরে কালাম মাসুমাকে তাঁর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে মাসুমাকে প্রকাশ্যে মারধর ও গালমন্দ করেন কালাম। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মাসুমা। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মহসীন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অর্ধ ডজন মামলার আসামি বখাটে কালাম চুয়াডাঙ্গা জেলার শীর্ষ সন্ত্রাসী। ২০২০ সালে ছাত্রলীগের নেতা জোবায়ের রিগান ও তাঁর মামা কৃষক লীগের নেতা মহসীন রেজাকে কুপিয়ে জখম করেন কালাম। দা নিয়ে কোপানোর জন্য তাঁকে এলাকায় ‘দা কালাম’ নামেও ডাকা হয়। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি