হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে ভারত ও যুক্তরাষ্ট্র: নিমচন্দ্র ভৌমিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকলে ভিন্ন রাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম কেন্দ্রীয় সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক। 

আজ শনিবার খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি। 

নিমচন্দ্র ভৌমিক বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি প্রতিষ্ঠার জন্য ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র যথাসাধ্য চেষ্টা করে চলেছে।

সরকারি দল আওয়ামী লীগের ভেতরে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় দোদুল্যমানতা রয়েছে বলে উল্লেখ করে এ সংখ্যালঘু নেতা বলেন, ‘কেবলমাত্র বঙ্গবন্ধুর বাহাত্তরের সংবিধান চালু হলেই অগণতান্ত্রিক অপশক্তি থাকতে পারবে না।’ 

দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘ভারত থেকে কোনো সংখ্যালঘু বিগত সাতচল্লিশের পর থেকে এ পর্যন্ত দেশত্যাগ করেনি। কিন্তু বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দেশত্যাগ অব্যাহত রয়েছে কেন তা আজ নিরূপণের সময় এসেছে। পাকিস্তানে ১৩ শতাংশ সংখ্যালঘু আজ শতাংশে নেমে এসেছে।’ 

সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশে মডেল মন্দির, মডেল গির্জা প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ 
 
খুলনা মহানগরের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথসহ সংগঠনের নেতারা।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার