হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছ রোপণের উদ্যোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছসহ বিভিন্ন প্রজাতির আরও কিছু গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসন তাল ও কৃষ্ণচূড়ার চারা রোপণের এই উদ্যোগ নিয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গাছ লাগানোর এই কর্মসূচি উদ্বোধন করেন। জেলা সার্কিট হাউস চত্বরে দুটি তালের চারা ও সার্কিট হাউসের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনমুল কবির টুকু, ইডেন এন্টারপ্রাইজের মালিক মো. রেজাউল আলম, ঠিকাদার মুহিবুল্লাহ দুলুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সে জন্য বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালগাছসহ বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারী গাছের সাড়ে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ