হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছ রোপণের উদ্যোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছসহ বিভিন্ন প্রজাতির আরও কিছু গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসন তাল ও কৃষ্ণচূড়ার চারা রোপণের এই উদ্যোগ নিয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গাছ লাগানোর এই কর্মসূচি উদ্বোধন করেন। জেলা সার্কিট হাউস চত্বরে দুটি তালের চারা ও সার্কিট হাউসের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনমুল কবির টুকু, ইডেন এন্টারপ্রাইজের মালিক মো. রেজাউল আলম, ঠিকাদার মুহিবুল্লাহ দুলুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সে জন্য বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালগাছসহ বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারী গাছের সাড়ে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার