সুন্দরবনে বিনা অনুমুতিতে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ২ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের নেছারের ভারানী খাল এলাকায় তাঁদের আটক করে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকা ও মাছ শিকারের জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াখালি ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আবু সাঈদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে নিয়মিত অভিযানকালে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করা হয়েছে।
আটক জেলেরা হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের রফিকুল ইসলাম (৩২) ও বাহারুম সরদার (৩৫)। তাদের বিরুদ্ধে আজ সকালে বন আইনে মামলা দায়ের শেষে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।