হোম > সারা দেশ > যশোর

যশোরে সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ ২ পাচারকারী গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

যশোরে সোনার বারসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে অভিযান চালিয়ে সোনার ২৩টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সোনার ওজন ৩ কেজির বেশি এবং মূল্য সাড়ে ৪ কোটি টাকার বেশি। এ ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত দুজন হলেন শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মো. মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন, তাঁরা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছে থেকে সোনার বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি সোনার বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ৩ কেজি ৯৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা। পরে দুজনের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি