হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়। 

নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। 

সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি