হোম > সারা দেশ > খুলনা

খুলনা পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপে ২৬ লাখ টাকা অনিয়মের প্রমাণ পেল দুদক

খুলনা প্রতিনিধি

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক ওয়ার্কশপের উন্নয়নকাজে ২৬ লাখ টাকার অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে অভিযান চালায় দুদক।

এ সময় তাঁরা সরেজমিন যাচাই করে ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার পাঁচটি আইটেম সিভিলের কাজ এবং মেকানিক্যালের দুটি কাজের বিষয় তদন্ত করেন। যার মধ্যে ২৬ লাখ টাকার কাজের কোনো অস্তিত্ব পায়নি দুদক কর্মকর্তারা। এ ছাড়া একটি গুদাম ঘরের ফ্লোরের ইট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ঠিকাদারের কাজে ব্যবহার করা হয়েছে। যার বিলও প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, স্ক্রাব মালামাল বিনা অনুমতিতে বিক্রির জন্য প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, খুলনা দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপের দুটি কাজের মধ্যে ২৬ থেকে ২৭ লাখ টাকার একটি কাজ পাওয়া যায়নি। এ ছাড়া বাকি যে চারটি কাজ পাওয়া গেছে তার যে বিল দেখানো হয়েছে, তার অনেক কম অংশের কাজ হয়েছে। এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা