হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আগুনে পুড়ল ৪ দোকান

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর ফেরিঘাট মোড় এলাকায় আগুনে চার দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

নুসা ফার্নিচার, আল আমিন স্টিল স্টোর, জিয়েল বুক হাউজ ও বলাকা বুক হাউজ নামের চারটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাকবাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের কন্ট্রোলরুমে দায়িত্বরত শাহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুর স্টেশন থেকে দমকল বাহিনীর ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। রাত ১২টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বইয়ের দুটি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে যায়।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন