হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

খুলনায় মাদক মামলার আসামি মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি যশোর জেলার পালবাড়ি মূর্তির মোড়ের বাসিন্দা মো. শাহাজাহান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আজ বুধবার দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ মে সকাল ৮টার দিকে নগর পরিবহনের একটি বাস খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোস্টের সামনে দিয়ে ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ওই পরিবহনের মাঝামাঝি বসা একজন যাত্রীকে পুলিশের সন্দেহ হলে পথেরবাজার চেকপোস্টে নামানো হয়। ওই যাত্রী প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল বের করে দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করেন, ওই ফেনসিডিল বিক্রির জন্য খুলনায় নিয়ে যাচ্ছেন।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় খানজাহান আলী থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন, যার নম্বর ৬। তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা