হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, দগ্ধ ১ জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম তোফাজ্জল হোসেনের ছেলে আক্তার মণ্ডল (৪০)। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’ 

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার চিলমারীর চরের খাঁ শিকদার ও মণ্ডল পরিবারের বিরোধকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেয় প্রতিপক্ষের লোকেরা। এতে পাঁচজন গুরুতর দগ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় গতকাল শনিবার ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল আজকের পত্রিকা বলেন, ‘আগুনে পুড়ে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে ঢাকায়। এলাকার পুলিশ মোতায়েন করা আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রয়োজন সাপেক্ষে আরও পুলিশ মোতায়েন করা হবে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক