হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল ব্যবসায়ীর লাশ  

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

নিহত ব্যক্তির নাম আসাদুল (৫০)। তিনি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন। 

গত ৫ আগস্ট রাতে প্রতিপক্ষ ধাওয়া দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মাঠে ধান লাগিয়ে পুকুর পাড় দিয়ে আসার সময় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেই। সেখানে ছুটে যান আসাদুলের পরিবারের সদস্যরা। তাঁর পরিহিত গেঞ্জি দেখে তাঁরা আসাদুলের মরদেহ বলে শনাক্ত করেন। 

স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী মোছা. মাসুরা খাতুন বলেন, ‘গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ভাদুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর তার পরিবারের লোকজনসহ ২০–৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমার স্বামী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারী তাঁকে ধাওয়া করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।’ 

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সামাজিক দ্বন্দ্বে গত ৫ আগস্ট প্রতিপক্ষের ধাওয়া করার পর থেকে সে নিখোঁজ ছিল।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি