হোম > সারা দেশ > কুষ্টিয়া

বৃদ্ধার মরদেহ দাফনের মুহূর্তে মৌমাছির হানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় কবরে মরদেহ নামানোর মুহূর্তে ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। আজ রোববার কুষ্টিয়ার খোকসা কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

উপস্থিত এলাকাবাসী জানান, খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বৃদ্ধা আনোয়ারা বেগম শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ সকাল ১০টায় তাঁর লাশ দাফনের জন্য আনা হয় খোকসা কেন্দ্রীয় কবরস্থানে। এরপর জানাজা শেষে মরদেহ দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হয়। কবরে মরদেহ নামানোর সঙ্গে সঙ্গেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। হঠাৎ এমন ঘটনায় হতভম্ব হয়ে যে যার মতো ছুটে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। ১০ মিনিটের তাণ্ডবে শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ দাফন করা হয়।

মৌমাছির আক্রমণের শিকার রেজাউল করিম বলেন, 'গোরস্থানের মধ্যেই একটি বিশাল মৌমাছির চাক ছিল। হঠাৎ করেই সেই চাক থেকে মৌমাছি আমাদের ওপর আক্রমণ করে।' 

আরেক গ্রামবাসী আব্দুল আজিজ বলেন, 'আমরা কিছুই বুঝলাম না। চাকে কেউ ঢিলও দেয়নি, আবার চাকটা ছিল অনেক দূরে। এ ঘটনায় আমরা অবাকই হয়েছি।' 

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়। মৌমাছি কামড় দিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার