হোম > সারা দেশ > খুলনা

দুই সন্তান ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পুলিশে আত্মসমর্পণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ২ শিশু সন্তান ও স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ করেছেন জহুরুল ইসলাম বাবু (৩৩) নামে এক ব্যক্তি। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শালবাগান নামক স্থানে স্ত্রী–সন্তানসহ ৩ জনকে হত্যা করে যশোর সদরের বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করেন জহুরুল।

জহুরুল যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, জহুরুলের সঙ্গে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথির বেশ কয়েক দিন ধরেই মনোমালিন্য চলছিল। তারই সূত্র ধরে বাবু স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি ও দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাথিয়াকে (২) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। অভয়নগর থানার উপপরিদর্শক খান মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা মরদেহ উদ্ধারের কাজ করছেন।

এ বিষয়ে বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক কামরুজ্জামান জানান, বাবু প্রথমে বসুন্দিয়া ক্যাম্পে আত্মসমর্পণ করে। পরে অভয়নগর পুলিশকে খবর দিয়ে তাঁকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার সরকার এক প্রেস নোটে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শালবাগান এলাকায় জহিরুল ইসলাম তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি ও দুই কন্যা সুমাইয়া ও সাথিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে—পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামির শ্বশুরবাড়ি অভয়নগরের সিদ্দিপাশা গ্রামে। আসামি জহুরুল তাঁর শ্বশুরবাড়ি অভয়নগরের সিদ্দিপাশা গ্রামে বেড়াতে যায়। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় ফেরার আগে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। আসামি স্ত্রী ও সন্তানদের হত্যা করে নিজেই যশোর কোতোয়ালি মডেল থানার অধীনে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করে। 

ডিবির ওসি রুপন কুমার সরকার আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার