হোম > সারা দেশ > খুলনা

৪ দিন আগে বিএসএফের গুলিতে নিহত যুবক, মরদেহ পায়নি পরিবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ বাংলাদেশে আসতে কয়েক দিন সময় লাগতে পারে। আজ বুধবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন। নিহত লিটন হোসেন উপজেলার প্রাগপুরের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে। 

জানা যায়, গত শনিবার এশার নামাজের কিছু আগে ভারত থেকে মালামাল পাচার করে বিলগাথুয়া সীমান্ত দিয়ে রাতে দেশে আসছিলেন লিটন। এ সময় বিএসএফের সদস্যরা গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ। 

মরদেহ ফেরতের বিষয়ে প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আসরাফুজ্জামান মুকুল বলেন, মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। কবে হস্তান্তর হবে এ বিষয়েও কেউই কিছু জানায়নি। 

কোম্পানি কমান্ডার বলেন, লিটনের জাতীয় পরিচয়পত্রসহ মরদেহের ছবি যাচাই করতে বিজিবির উচ্চপর্যায়ে পাঠানোর কথা বলা হয়েছে। আমরা মরদেহ ফেরতের জন্য উচ্চপর্যায়ে সব কাগজপত্র পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশনা আসলেই আমরা বিএসএফকে মরদেহ হস্তান্তরের জন্য চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানাব। 

কোম্পানি কমান্ডার আরও বলেন, এর আগে গত সোমবার দুপুরে দৌলতপুরের জয়পুর সীমান্তের কাছে মরদেহ কীভাবে হস্তান্তর হবে তা নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি