হোম > সারা দেশ > খুলনা

৪ দিন আগে বিএসএফের গুলিতে নিহত যুবক, মরদেহ পায়নি পরিবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ বাংলাদেশে আসতে কয়েক দিন সময় লাগতে পারে। আজ বুধবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন। নিহত লিটন হোসেন উপজেলার প্রাগপুরের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে। 

জানা যায়, গত শনিবার এশার নামাজের কিছু আগে ভারত থেকে মালামাল পাচার করে বিলগাথুয়া সীমান্ত দিয়ে রাতে দেশে আসছিলেন লিটন। এ সময় বিএসএফের সদস্যরা গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ। 

মরদেহ ফেরতের বিষয়ে প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আসরাফুজ্জামান মুকুল বলেন, মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। কবে হস্তান্তর হবে এ বিষয়েও কেউই কিছু জানায়নি। 

কোম্পানি কমান্ডার বলেন, লিটনের জাতীয় পরিচয়পত্রসহ মরদেহের ছবি যাচাই করতে বিজিবির উচ্চপর্যায়ে পাঠানোর কথা বলা হয়েছে। আমরা মরদেহ ফেরতের জন্য উচ্চপর্যায়ে সব কাগজপত্র পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশনা আসলেই আমরা বিএসএফকে মরদেহ হস্তান্তরের জন্য চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানাব। 

কোম্পানি কমান্ডার আরও বলেন, এর আগে গত সোমবার দুপুরে দৌলতপুরের জয়পুর সীমান্তের কাছে মরদেহ কীভাবে হস্তান্তর হবে তা নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার