বেনাপোল স্থলবন্দর দিয়ে মাদক পাচারের সময় ছয় বোতল বিদেশি মদসহ প্রকাশ সিকদার (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাঁকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিক ভারতের ২৪ পরগনা জেলার গায়ঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার পরিমল সিকদারের ছেলে।
বেনাপোল বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক (এসআই) মো. শাহিন মিয়া জানান, তাঁদের কাছে গোপন খবর আসে যে বিদেশি মদ নিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ঐ যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ছয়টি বিদেশি মদের বোতল পাওয়া যায়। অবৈধভাবে মাদক বহনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।