পাইকগাছা (পীরগাছা): পাইকগাছায় লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ। বিধিনিষেধ কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় ১০টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে বিধিনিষেধের মধ্য দিয়েও প্রতিদিন বেড়ে চলেছে সংক্রমণের হার। গত দুই দিনে ২১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, প্রশাসন ও পুলিশ যৌথভাবে কঠোর অবস্থানে থাকায় অতীতের চেয়ে এবার বিধিনিষেধ অনেক বেশি কার্যকর হচ্ছে। ফলে বেশির ভাগ লোকজন স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হচ্ছে। যদি এভাবে কঠোর অবস্থান নেওয়া যায় তাহলে করোনা সংক্রমণ কিছুটা কমবে বলেও মন্তব্য করেন তাঁরা।
গতকাল বুধবার সারা দিন বিধিনিষেধ কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, ওসি এজাজ শফী পৌর সদর, গড়ইখালী, লস্কর ও গদাইপুর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় চারটি মামলায় মোটরসাইকেল চালককে ৪ হাজার টাকা জরিমানা, মাস্ক ব্যবহার না করায় ছয়টি মামলায় ৩ হাজার জরিমানা করা হয়।