হোম > সারা দেশ > খুলনা

সংসারের অভাব দূর করতে যান সৌদি আরবে, পাথরচাপায় তরুণের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সংসারের অভাব দূর করতে কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন সাতক্ষীরার তরুণ মো. আবু মুসা (২১)। কিন্তু সেখানে গিয়ে লাশ হলেন তিনি। গতকাল রোববার পাহাড়ে কাজ করার সময় পাথরচাপায় মারা যান তিনি। 

আবু মুসা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে। গতকাল সৌদি আরব থেকে মুসার সহকর্মীরা মোবাইল ফোনে পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। এর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।

আবু মুসার ভাই আবু ঈসা জানান, প্রায় দুই মাস আগে সৌদি আরবে একটি কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করতে যান মুসা। গতকাল ওই দেশের নাজরান এলাকায় পাহাড়ে এক্সকাভেটর দিয়ে পাথর ভাঙছিলেন তিনি। এ সময় পাথরের স্তূপ ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এক্সকাভেটর থেকে নিচে লাফিয়ে পড়েন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মুসা। খবর পেয়ে সৌদির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাথর সরিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। 

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন সৌদি আরবে আবু মুসার মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মুসা এক্সকাভেটরের চালক হিসেবে শ্যামনগরে অনেক দিন কাজ করেছেন। সম্প্রতি একটি কোম্পানির অধীনে চুক্তিতে তিনি সৌদি আরবে এক্সকাভেটরচালক হিসেবে কাজ করতে যান।’ তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান চেয়ারম্যান।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক