হোম > সারা দেশ > নড়াইল

মাশরাফিকে ভালোবেসে বিএনপি থেকে আ.লীগে যাওয়া সেই ইউপি সদস্য মারা গেছেন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ইমান গাজী (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বার্ধক্যের কারণে মারা যান তিনি। খবর পেয়ে গতকাল তাঁর বাড়িতে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা। 

ইমান গাজী ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মাশরাফিকে ভালোবেসে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি। 

ইমান গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোটাকোল ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম। তিনি জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বার্ধক্যের কারণে তিনি মারা গেছেন। আজ শনিবার বাদ জোহর তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে তাঁর বাড়িতে যান। পরে মাশরাফি তাঁর বাড়িতে কিছু সময় অবস্থান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি ইমান গাজীর পরিবারকে দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন। 

উল্লেখ্য, ইমান গাজী গত বছর ১৩ ডিসেম্বর ৩টার দিকে উপজেলার কোটাকোল লঞ্চঘাটে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় উপস্থিত হয়ে এমপি মাশরাফিকে ভালোবেসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার