হোম > সারা দেশ > যশোর

যশোরে সন্ত্রাসী হামলায় পৌর কাউন্সিলর আহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। সর্বশেষ তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

আজ সোমবার রাত আটটার পরে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রাত আটটা ৩৬ মিনিটে বাবুলকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।

এদিকে এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ওই এলাকায় অবস্থান করছে।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে আলোচিত আফজাল হোসেনকে (২৮)। আফজাল বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. নাজিউর রহমান জানান, তাঁরা আফজাল হত্যা ও কাউন্সিলর আসাদুজ্জামান বাবুলকে হত্যাচেষ্টার বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করেছেন। 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১