হোম > সারা দেশ > যশোর

যশোরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

যশোর প্রতিনিধি

খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি। 

মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছু দূর যেতেই শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়। 

পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতুসহ জেলা ও আট উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। 
 
বাধার দেওয়ার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ বাধা দিলে বিএনপি কর্মসূচি করতে পারে নাকি।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা