হোম > সারা দেশ > খুলনা

অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অপহরণের সাত দিন পর দশম শ্রেণির স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহরণকারী সুব্রত দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদৎ মোল্যা জানিয়েছেন, গত রোববার অপহরণে সহায়তা করার অভিযোগে যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে ও সুব্রত দেবনাথের বাবা পরিতোষ দেবনাথ ও তাঁর মা নমিতা দেবনাথকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মটবাটী এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

উল্লেখ, গত শুক্রবার (৫ নভেম্বর) পাইকগাছা পৌর এলাকা থেকে দশম শ্রেণি এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে পাওয়া যায়। গত মঙ্গলবার (৯ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা করে। 
 
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মোবাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে অপহরণের সাত দিনের মধ্যে তাকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অপহরণকারীকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার