হোম > সারা দেশ > খুলনা

ভাড়াটে খুনিদের দিয়ে দলিল লেখককে হত্যা, গ্রেপ্তার ১ 

খুলনা প্রতিনিধি

খুলনায় দলিল লেখক জাকির হোসেন হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহাউদ্দিন খন্দকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার দুপুরে পিবিআইয়ের খুলনা দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান। এর আগে গতকাল সোমবার রাতে তাঁকে খুলনার বয়রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

পিবিআই সূত্রে জানা যায়, ওই হত্যাকাণ্ডের ২ দিন আগে বাহাউদ্দিন খন্দকার নেপালে চলে যায়। হত্যাকাণ্ডের ৫ দিন পর আবার দেশে ফিরে আসেন। ভাড়াটে খুনিদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

মামলা প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালের ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেসিসি মার্কেটে দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেনকে নিজ চেম্বারের সামনে দু’ব্যক্তি পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রায় ৭ বছর পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। 

এরপর বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালে আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়। এজাহারে নাম না থাকলেও তদন্তকালে পিবিআই বাহাউদ্দিনকে হত্যার মূল পরিকল্পনাকারী বলে চিহ্নিত করে। 

সৈয়দ মোসফিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে হত্যার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার