হোম > সারা দেশ > খুলনা

সমিতির কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজিবার মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মেয়ে মর্জিনা খাতুনকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বেলা ১১টার দিকে বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে রয়েছি। সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। আজিবার মণ্ডল পরিবার নিয়ে সরকারি খাসজমিতে বসবাস করতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়ের সঙ্গে আজিবারের সমিতির কিস্তির টাকা নিয়ে ঝামেলা হয়েছিল এবং এর জেরে মেয়েকে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকের মামলা ছিল। আরও তদন্তের পর এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারব। এ ঘটনার পর থেকে আজিবার মণ্ডল পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’ 

মর্জিনার বোনের ছেলে হোসেইন বলেন, সমিতির কিস্তির টাকা দেওয়া নিয়ে শনিবার সন্ধ্যায় নানার সঙ্গে মর্জিনা খালার বাগ্‌বিতণ্ডা হয়। রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় খালাকে কুপিয়ে জখম করেন নানা। এ সময় খালার চিৎকারে তাঁর মেয়ে রেকসোনা ছুটে যায়। নানা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালাকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অপর একজনের দুই হাত জখম হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার