হোম > সারা দেশ > খুলনা

সমিতির কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজিবার মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মেয়ে মর্জিনা খাতুনকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বেলা ১১টার দিকে বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে রয়েছি। সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। আজিবার মণ্ডল পরিবার নিয়ে সরকারি খাসজমিতে বসবাস করতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়ের সঙ্গে আজিবারের সমিতির কিস্তির টাকা নিয়ে ঝামেলা হয়েছিল এবং এর জেরে মেয়েকে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকের মামলা ছিল। আরও তদন্তের পর এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারব। এ ঘটনার পর থেকে আজিবার মণ্ডল পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’ 

মর্জিনার বোনের ছেলে হোসেইন বলেন, সমিতির কিস্তির টাকা দেওয়া নিয়ে শনিবার সন্ধ্যায় নানার সঙ্গে মর্জিনা খালার বাগ্‌বিতণ্ডা হয়। রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় খালাকে কুপিয়ে জখম করেন নানা। এ সময় খালার চিৎকারে তাঁর মেয়ে রেকসোনা ছুটে যায়। নানা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালাকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অপর একজনের দুই হাত জখম হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ