হোম > সারা দেশ > খুলনা

খুবির শেখ মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

খুবি প্রতিনিধি 

ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ মুজিবুরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে আজ মঙ্গলবার অপর এক অফিস আদেশে উপাচার্যের সচিব ও উপপরিচালক আবু সালেহ মো. পারভেজকে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। খানজাহান আলী হলের সহকারী পরিচালক মিজানুর রহমান খানকে উপাচার্যের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানকে বরখাস্তের আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রহমত আলীর দেওয়া অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি তাঁকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেন একই বিভাগের অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মো. রহমত আলী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। তাতে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার