হোম > সারা দেশ > খুলনা

ইউপি সদস্য বাবলু হত্যা মামলায় গ্রেপ্তার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার প্রধান আসামি হাকিম ও তাঁর সহযোগী আশানুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকা থেকে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হাকিম শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের নুর আলী মণ্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে বালুন্ডা বাজারে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন হত্যার শিকার ইউপি সদস্যের বাবা রাহাজান মোল্লা বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় হাকিমকে প্রধান আসামিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগেও আসামিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। হত্যার শিকার ইউপি সদস্যের নামেও ছিল ১৩ মামলা।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শার্শার বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামি হাকিম ও তাঁর সহযোগী আসানুর সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁরা পূর্বপরিকল্পনানুযায়ী বাবলুকে হত্যা করেন।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার