খুলনায় স্বপন ব্যাপারী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বন্ধ হয়ে যাওয়া স্থানীয় দাদা ম্যাচ ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত স্বপন ব্যাপারী (৩০) রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে স্বপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনো মামলা দায়ের করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলের মালামাল চুরির নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’