ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে করিমনের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে জেলা সদরের পাঁচমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রবিউল মণ্ডলের ছেলে মাহফুজ মণ্ডল (২০) এবং তাঁর বড় চাচা একই গ্রামের মৃত সাত্তার মণ্ডলের ছেলে আলী হোসেন মণ্ডল (৭০)। দুজনই গ্রামে গ্রামে ঘুরে পাটকাঠি বিক্রি করতেন।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আজ ভোর ৬টার দিকে বাড়ি থেকে করিমন গাড়ি নিয়ে মাগুরার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় পাটকাঠি কিনতে যাচ্ছিলেন মাহফুজ মণ্ডল ও তাঁর চাচা আলী হোসেন। ঝিনাইদহের পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক মাহফুজ মণ্ডল। তখন রাস্তার পাশে করিমন উল্টে পড়লে ঘটনাস্থলেই মারা যান মাহফুজ ও আলী হোসেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর তাঁদের সঙ্গে থাকা এলাকার অন্যরা লাশ বাড়িতে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।