হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে মাটি খুঁড়ে পাওয়া ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার

যশোরের মনিরামপুরে মাটি খুঁড়ে পাওয়া ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকার জহিরুল ও লাভলু নামে দুই ব্যক্তির কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করেন ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ ওয়াসিম আকরাম। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান।

হরিহরনগর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, মুক্তারপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ছিল। বহু বছর আগে তাঁরা সম্পত্তি বিনিময় করে ভারতে চলে যান।

গত রোববার মুক্তারপুর গ্রামের তফসের মোড়লের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন ওই গ্রামের জহিরুল, লাভলু ও মনি। তখন রুপার মুদ্রা ভরা পিতলের একটি পাত্র পান জহিরুল। তিনি একাই মুদ্রাগুলো নিতে চান। কিন্তু লাভলু ও মনি তাঁর পিছু ছাড়েননি।

চেয়ারম্যান বলেন, পরে লাভলু ও মনিকে ৫০টি করে ১০০টি মুদ্রা দেন জহিরুল। বাকিগুলো তিনি রেখে দেন। একপর্যায়ে রুপার মুদ্রার ঘটনাটি টের পায় ঝাঁপা ক্যাম্পের পুলিশ।

চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি জহিরুল। চাপাচাপির একপর্যায়ে তিনি ১০টি মুদ্রা ও লাভলু ৬টি মুদ্রা বের করেন। আর পুলিশ আসার খবর শুনে এলাকা ছেড়ে পালিয়ে যান মনি। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে জহিরুল পাত্রসহ বাকি মুদ্রাগুলো বের করে দেন। এরপর লাভলুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামে শ্বশুরবাড়িতে রুপার মুদ্রা রাখার কথা স্বীকার করেন। এরপর পুলিশ তাঁকে নিয়ে সেখানে চলে যায়।

ঝাঁপা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, দুই জায়গা থেকে ৩৫১টি রুপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, `আমাদের কিছু প্রক্রিয়া আছে। এরপর রুপার মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।'

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি