হোম > সারা দেশ > কুষ্টিয়া

‘গাছটির সঙ্গে কেটে ফেলা হলো হাজারো ইবিয়ানের আবেগ’

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

কেটে ফেলা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাক্ষী প্রধান ফটকের সামনের প্রাচীন কৃষ্ণচূড়াগাছটি। আজ রোববার গাছটি কেটে সমূলে তুলে নেওয়া হয়। গাছটি মরে শুকিয়ে যাওয়ায় কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রকৃতির পালাবদলে প্রতিবছর লাল কৃষ্ণচূড়ায় ভিন্নরূপে হাজির হতো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ক্যালেন্ডার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণচূড়াগাছের ছবিটি প্রায়ই ব্যবহৃত হয়েছে। তবে অযত্ন-অবহেলা, ডাল কাটা, বিভিন্ন পোস্টার আর বিলবোর্ডের পেরেকের ভারে গাছটির অবস্থা এমন হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

গাছটি কেটে ফেলায় স্মৃতিচারণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা মন্তব্য করেছেন। গাছটির ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়া তোমার সামনে দাঁড়িয়ে ছবি তোলা হবে না। তোমার রূপে আর মুগ্ধ হব না।’ 

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু বলেন, ‘গাছটির সঙ্গে কেটে ফেলা হলো হাজারো ইবিয়ানের আবেগ। করাত-কুঠারের আঘাতের শব্দ যেন বুকে এসে লাগছে। এখন ক্যাম্পাস গেটে নামলেই মনের মধ্যে হাহাকার করে উঠবে।’ 

বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ভারপ্রাপ্ত পরিচালক টিপু সুলতান বলেন, ‘গাছটি মরে শুকিয়ে যাওয়ায় ডালপালা ভেঙে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।’ সেখানে নতুন আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হবে বলেও জানান তিনি। 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি