হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

পা পিছলে ট্রাকের নিচে পড়ে নিহত ১ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পিন্টু মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিন্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার রবি মল্লিকের ছেলে। তিনি একটি বিস্কুট কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মদ খেয়ে মাতাল অবস্থায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় একটি চলন্ত ট্রাকে উঠতে যান পিন্টু। এ সময় পা পিছলে ট্রাকের নিচে পড়েন যান তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর জাহান রুমী জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পিন্টু মদপ্য অবস্থায় চলন্ত ট্রাকে উঠছিলেন। এ ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা