হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত 

খুলনা প্রতিনিধি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পার্শ্ববর্তী রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাঁকে গুলি করে হত্যা করা হয়। 

নিহত রনি সরদার (২৪) নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম রনির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালা হোসেন খান বলেন, রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেললাইনের কাছে থাকতেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। 

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে সব তথ্য আমরা পেয়েছি। তবে এখনই সবকিছু বলা যাচ্ছে না।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার