হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জিয়াউর রহমান, তিনি সাতক্ষীরা জেলার পলাশপোল সরকারি গোস্তানের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, সোনাডাঙ্গা থানাধীন কলাবাগানে হালিম মোল্লার নির্মাণাধীন বাড়ির সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে ফেনসিডিল বহন করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০১৪ সালের ৭ জুন রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে জিয়া মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ফেনসিডিল রয়েছে। এ সময় আসামি তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ২৬ বোতল ফেনসিডিল বের করে দেন।

এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই মো. হাতেম আলী বাদী হয়ে মাদক আইনে জিয়াউর রহমানকে আসামি করে একটি মামলা করেন। একই বছরের ৭ জুলাই জিয়াউর রহমানকে আসামি করে সোনাডাঙ্গা থানার এসআই মো. মিজানুর রহমান আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার