হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জিয়াউর রহমান, তিনি সাতক্ষীরা জেলার পলাশপোল সরকারি গোস্তানের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, সোনাডাঙ্গা থানাধীন কলাবাগানে হালিম মোল্লার নির্মাণাধীন বাড়ির সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে ফেনসিডিল বহন করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০১৪ সালের ৭ জুন রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে জিয়া মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ফেনসিডিল রয়েছে। এ সময় আসামি তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ২৬ বোতল ফেনসিডিল বের করে দেন।

এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই মো. হাতেম আলী বাদী হয়ে মাদক আইনে জিয়াউর রহমানকে আসামি করে একটি মামলা করেন। একই বছরের ৭ জুলাই জিয়াউর রহমানকে আসামি করে সোনাডাঙ্গা থানার এসআই মো. মিজানুর রহমান আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১