হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জিয়াউর রহমান, তিনি সাতক্ষীরা জেলার পলাশপোল সরকারি গোস্তানের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, সোনাডাঙ্গা থানাধীন কলাবাগানে হালিম মোল্লার নির্মাণাধীন বাড়ির সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে ফেনসিডিল বহন করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০১৪ সালের ৭ জুন রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে জিয়া মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ফেনসিডিল রয়েছে। এ সময় আসামি তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ২৬ বোতল ফেনসিডিল বের করে দেন।

এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই মো. হাতেম আলী বাদী হয়ে মাদক আইনে জিয়াউর রহমানকে আসামি করে একটি মামলা করেন। একই বছরের ৭ জুলাই জিয়াউর রহমানকে আসামি করে সোনাডাঙ্গা থানার এসআই মো. মিজানুর রহমান আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার