যশোরের অভয়নগরে শুকুরুন বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকরা এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। শুকুরুন বেগম বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মো. রফিকের মেয়ে।
শুকুরুন বেগমের ভাই রায়হান হোসেন বলেন, ‘আমার বোনের ছোট্ট দুটি সন্তান রয়েছে। বোনকে তাঁর স্বামী গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।’
স্থানীয়রা বলেন, ইজিবাইকচালক বিল্লাল হোসেন তাঁর স্ত্রী শুকুরুনকে প্রায়ই মারধর করতেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা লেগেই থাকত।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, সকাল ১০টার দিকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এটা হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।