কয়েক দিন ধরে সারা দেশের মতো যশোরের আকাশও মেঘাচ্ছন্ন। থেমে থেমে বইতে থাকে বর্ষাধারা। কিন্তু আজ শুক্রবারের আকাশটা ছিল ভিন্ন রকমের। নীল আকাশে শুভ্র মেঘের ওড়াউড়িতে বোঝা গেল ঋতুচক্রে চলছে শরৎকাল।
ঋতুর পালাবদলে বর্ষার পর বাংলার কোলে শরৎকাল এসেছে। তারই জানান দিতে ঘটা করে উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন বিবর্তন যশোর আবৃত্তি আর্ট স্কুল। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাব্য-কথায় শুরু হয় বর্ষা-শরৎ উৎসব।
সংগঠনের ৪৩ জন খুদে শিক্ষার্থীর বর্ষা-শরৎ বন্দনায় একক ও দ্বৈত কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল এ উৎসব।
প্রথমেই দলীয় পরিবেশনায় শুরু হয় ‘ছড়ার নামতা’। এরপর ‘এক যে ছিল আপন ভোলা কিশোর’-এর গল্প নিয়ে একক আবৃত্তি। দ্বৈত পরিবেশনায় হয় প্রার্থনা কবিতা। এভাবে একের পর এক শিশুদের কাব্য-কথায় বর্ষা আর শরতের বন্দনায় আজকের সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে।