হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ভাড়া বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ রোববার দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এই ঘটনা ঘটে।

গৃহবধূর নাম—ইরানি আফরোজ তানু (২৭)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরের বড় বাজার এলাকায় একটি বিউটি পারলার রয়েছে তাঁর। তার দুটি সন্তান রয়েছে। 

স্থানীয়রা বলছে, মাসখানেক আগে স্বামী আকমল হোসেনকে সঙ্গে নিয়ে ইরানি কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়ি ভাড়া নেন। তবে বিভিন্ন বিষয়ে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে স্বামী বাসা থেকে চলে যান। রোববার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না প্যাঁচানো, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। 

বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু বলেন, ‘ইরানির স্বামী আকমল হোসেনের সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। কিছুদিন হলো তিনি বাসায় আসছেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।’ 

তিনি আরও বলেন, ‘রোববার দুপুরে বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর মরদেহ উদ্ধার করেছে।’ 
 
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার