নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
নিহত কিশোরের নাম আসমাউল মীর (১৪)। সে নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। গত মঙ্গলবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, আজ সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠে।