হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহম্মেদ (৪০) ওই গ্রামের মৃত গোলাম নবী মোল্লার ছেলে। অভিযুক্ত রাকিবুল ইসলাম (২৪) প্রেমবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন খোকনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

প্রতিবেশী বারিক মোল্লা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজু আহম্মেদ তাঁর ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদাবাটা রাখেন। এ সময় ভাতিজা রাকিবুলের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজুকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাই ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন খোকন জানান, তাঁর ছেলে রাকিবুল গত ১০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাঘাতে হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার