হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুই সন্ত্রাসী নিহত, একজন গুলিবিদ্ধ হয়ে পলাতক

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় প্রতিপক্ষের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সাব্বির (পূর্ণ পরিচয় জানা যায়নি) ও সাদ্দাম হোসেন (২৯)। নিহত সাদ্দাম হোসেন খুলনা সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। আহত হয়েছেন মিরাজ ওরফে ‘কাউয়া মিরাজ’ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন খুলনার আলোচিত সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন যুবক। হঠাৎ ৫–৭ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। গুলিবিদ্ধ হন সাদ্দাম ও মিরাজ।

সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত মিরাজকে স্থানীয় নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে তিনি পালিয়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন সোহাগের বাড়িতে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

রূপসা থানার রাজাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আশরাফুল আলম বলেন, ‘হতাহত তিনজনই “গ্রেনেড বাবু”র গ্রুপের সক্রিয় সদস্য। ওই বাড়িতে তাঁরা একত্রিত হয়েছিলেন। প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও দু’ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার