হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে পাইপ ফেটে বের হচ্ছে পানি, কর্তৃপক্ষ উদাসীন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে কয়েক দিন যাবৎ অপচয় হচ্ছে পানি। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেননি। ফলে পানির সংকটের সম্ভাবনা দেখছে পৌরবাসী। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক ও উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গোরস্থান সড়ক ও উপজেলা পরিষদ সড়কের দুটি স্থানে সরবরাহ লাইনের পাইপ ফেটে পানি বের হচ্ছে। সেই পানিতে শিশুরা খেলা করছে। এভাবে পানি বের হতে থাকলে পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পৌরবাসী। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌরবাসী বলেন, প্রায় চার পাঁচ দিন ধরে এভাবে পাইপ ফেটে পানি বের হচ্ছে, কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো খোঁজ নেই। সেখানে শিশুরা খেলা করছে। একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও পানি বের হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানির সংকট থাকে। আর এভাবে পানি বের হলে আরও বেশি সংকট দেখা যাবে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার। 

এ বিষয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুর রহমান শাহীন বলেন, ‘পাইপ ফেটে পানি বের হওয়ার খবর শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে আরও জানতে কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণকে মোবাইল ফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার