হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

পাইকগাছ (খুলনা) প্রতিনিধি

খুলনায় পাইকগাছায় মোটরসাইকেল ও মাটি বহনকারী ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও অপর একজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে। এ ঘটনায় পুলিশ মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করেছে। এ ছাড়া নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) নামে পাইকগাছা থানায় মামলা করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, খুলনায় একটি মামলার হাজিরা দেওয়ার জন্য খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। উপজেলার মৌখালী নামক স্থানে পৌঁছালে ভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল থাকা চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী খায়রুল আলম মারা যান ও মোটরসাইকেল চালক আহত হন। 

সাদ্দাম হোসেন আরও বলেন, আহত ব্যক্তিকে প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক