হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

পাইকগাছ (খুলনা) প্রতিনিধি

খুলনায় পাইকগাছায় মোটরসাইকেল ও মাটি বহনকারী ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও অপর একজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে। এ ঘটনায় পুলিশ মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করেছে। এ ছাড়া নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) নামে পাইকগাছা থানায় মামলা করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, খুলনায় একটি মামলার হাজিরা দেওয়ার জন্য খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। উপজেলার মৌখালী নামক স্থানে পৌঁছালে ভাটার মাটি টানা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল থাকা চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী খায়রুল আলম মারা যান ও মোটরসাইকেল চালক আহত হন। 

সাদ্দাম হোসেন আরও বলেন, আহত ব্যক্তিকে প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড