হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশি তরুণীকে ভারতে পাচার ও হত্যা মামলায় গ্রেপ্তার ৩

খুলনা প্রতিনিধি

চাকরি ও টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে ভারতে পাচারের পর বাংলাদেশি তরুণী টুম্পাকে (১৭) হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন-কুলসুম বেগম, মো. আল আমিন এবং আলী হোসেন। গতকাল শুক্রবার রাতে নড়াইল থেকে আলী হোসেনকে ও খুলনা থেকে কুলসুম বেগম এবং মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৬ পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ জানান, বরিশালের বোনরী পাড়ার বাইশারি গ্রামের রহিম মিয়া ঢাকার ডেমরায় সপরিবারে বসবাস করতেন। ২০২১ সালের ২০ মে তার মেয়ে টুম্পা (১৭) বাড়ি থেকে বের হয়। পরে রহিম মিয়াকে টুম্পা ফোন করে জানায় সে ভারতে চলে গেছে। এদিকে ২৬ জানুয়ারি ভারতে গুজরাটের পুলিশ নিহত টুম্পার বাবাকে ফোন করে জানায় তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনার পর রহিম মিয়া বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি বাদী হয়ে ডেমরা থানায় বৃষ্টি (২৬), নবাব (৩২), আলী হোসেন (২৩), কুলসুম বেগম (৪৫), মো. নয়ন শেখ (৪৫), মো. মহাসিন শেখ (৫৪), আবে শেখ (২৭), লেবো রহমান, জুয়েল বিশ্বাস (২৭), মো. আল আমিনকে (১৯) আসামি করে মামলা করেন। এদের বাড়ি ঢাকা, পিরোজপুর খুলনা, যশোর নড়াইলে। 

এরপর র‍্যাবের অভিযানে খুলনা ও নড়াইল থেকে কুলসুম বেগম, মো. আল আমিন এবং আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ঢাকার ডেমরা থানায় পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার