হোম > সারা দেশ > খুলনা

আচরণবিধি লঙ্ঘন: নৌকার প্রার্থীর বিরুদ্ধে রাতে পরোয়ানা, সকালে জামিন

ঝিনাইদহ প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ঝিনাইদহ-১ আসনের এমপি ও নৌকার প্রার্থী আব্দুল হাইকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। একই সময় তার বিরুদ্ধে করা আরও একটি মামলায় জামিন দেওয়া হয়। 

আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দায়ের করা মামলায় নির্ধারিত দিনে হাজির না হওয়ায় গতকাল বুধবার রাতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আব্দুল হাই এর সমর্থকেরা ভাটই বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনসহ তার কর্মী-সমর্থকেরা। 

এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এই তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয় আদালতে। সেই মামলার শুনানির নির্ধারিত দিন তারা হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 
 
এ বিষয়ে শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথ আইনি প্রক্রিয়াতেই আমরা জামিন পেয়েছি।’ 
 
আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার