হোম > সারা দেশ > যশোর

ভারত থেকে বেনাপোলে ঢুকেছে ৭৬ টন পেঁয়াজভর্তি ট্রাক 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৩টি ট্রাকে ৭৬ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজের আমদানিকারক ঢাকার জারিফ ইন্টারন্যাশনাল।

বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করে সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টার প্রাইজ। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২০০ ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হয়েছে।

পেঁয়াজ আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম রয়েল আজকের পত্রিকাকে বলেন, সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ আমদানির জন্য আইপি উন্মুক্ত করে। এতে সোমবার সন্ধ্যায় তাদের প্রথম পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ করে।

পেঁয়াজ আমদানির প্রথম দিনেই কেজিতে ২০ টাকা কমে খোলা বাজারে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আমদানি বন্ধের অযুহাতে আজ দেশীয় বাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। 

আমদানিকারক শামীম আজকের পত্রিকাকে বলেন, তার ২৫ ট্রাক পেঁয়াজসহ অর্ধশতাধিক ট্রাক মঙ্গলবার বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।

সাধারণ পেঁয়াজ ক্রেতা রহমান জানান, আমদানির খবরে প্রথম দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। আমদানি শুরু হওয়া কিছুটা স্বস্তি মিলছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় ওপারে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে। মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে পেঁয়াজ ঢুকবে বন্দরে। এতে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ছাড়পত্র প্রদান করায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত ট্রাক ছাড় করাতে পারে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার