হোম > সারা দেশ > যশোর

ভারত থেকে বেনাপোলে ঢুকেছে ৭৬ টন পেঁয়াজভর্তি ট্রাক 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৩টি ট্রাকে ৭৬ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজের আমদানিকারক ঢাকার জারিফ ইন্টারন্যাশনাল।

বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করে সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টার প্রাইজ। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২০০ ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হয়েছে।

পেঁয়াজ আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম রয়েল আজকের পত্রিকাকে বলেন, সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ আমদানির জন্য আইপি উন্মুক্ত করে। এতে সোমবার সন্ধ্যায় তাদের প্রথম পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ করে।

পেঁয়াজ আমদানির প্রথম দিনেই কেজিতে ২০ টাকা কমে খোলা বাজারে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আমদানি বন্ধের অযুহাতে আজ দেশীয় বাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। 

আমদানিকারক শামীম আজকের পত্রিকাকে বলেন, তার ২৫ ট্রাক পেঁয়াজসহ অর্ধশতাধিক ট্রাক মঙ্গলবার বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।

সাধারণ পেঁয়াজ ক্রেতা রহমান জানান, আমদানির খবরে প্রথম দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। আমদানি শুরু হওয়া কিছুটা স্বস্তি মিলছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় ওপারে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে। মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে পেঁয়াজ ঢুকবে বন্দরে। এতে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ছাড়পত্র প্রদান করায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত ট্রাক ছাড় করাতে পারে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ