হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন করা হয়। 

এর আগে বুধবার সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বিষয়ে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের সঙ্গে কথা বলতে গেলে, তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁরা। 

সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমান লিখিত বক্তব্যে বলেন, ‘৪ জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যানটিন নির্মাণ এবং আগামী ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতিসহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের অপমান করে বলেন-কলেজ ক্যাম্পাসে কোনো ছাত্রলীগের রাজনীতি চলবে না।’ 

তিনি আরও বলেন, ‘পরদিন (বুধবার) দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে তাঁর লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যান।’ 

উপজেলা ছাত্রলীগের এ নেতা বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের অনুগত কয়েকজন তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরাসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন।’ 

লিখিত বক্তব্য তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়ার রূপকার মাহাবুল আলম হানিফসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি-এই অধ্যক্ষের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, তাঁকে গ্রেপ্তার করা হোক।’ 

এ বিষয়ে জানতে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি